এশিয়া মহাদেশের বৃহত্তম পেয়ারা বাগান গড়ে উঠেছে তিন জেলা ঝালকাঠি , বরিশাল এবং পিরোজপুরের সিমান্তবর্তী এলাকায়। ঝালকাঠি জেলার ৫৬২ হেক্টর এলাকাজুড়ে গড়ে উঠেছে এই বাগান। পেয়ারা চাষের সাথে এই জেলার প্রায় ১৫৩০ জন কৃষক জড়িত এবং বার্ষিক পেয়ারা উৎপাদন ৬৩৫৫ মেঃ টন। সঠিকভাবে প্রচার ও বিপননের অভাবে পেয়ারা চাষের সাথে জড়িত পরিবারসমূহ পেয়ারার সঠিক মূল্য পাচ্ছে না, জেলায় প্রাকৃতিকভাবে গড়ে ওঠা পর্যটন শিল্পের বিকাশ হচ্ছে না । সংরক্ষনের ব্যবস্থা না থাকা, প্রক্রিয়াজাতকরণের আধুনিক যান্ত্রিক ব্যবস্থা না থাকা ও প্রচারের অভাবে পেয়ারা চাষী ও দেশের বিপুল পরিমান আর্থিক ক্ষতি হচ্ছে।
ভিমরুলি হাট খালের একটি মোহনায় বসে। তিন দিক থেকে তিনটি খাল এসে মিশেছে এখানে। অপেক্ষাকৃত প্রশস্ত এ মোহনায় ফলচাষিরা নৌকা বোঝাই ফল নিয়ে ক্রেতা খুঁজে বেড়ান। ভিমরুলির আশপাশের সব গ্রামেই অগণিত পেয়ারা বাগান। এসব বাগান থেকে চাষিরা নৌকায় করে সরাসরি এই বাজারে পেয়ারা নিয়ে আসেন। ভাসমান বাজারের উত্তর প্রান্তে খালের উপরের ছোট একটি সেতু আছে। সেখান থেকে বাজারটি খুব ভালো করে দেখা যায়। আকর্ষণীয় দিক হল এখানে আসা সব নৌকাগুলোর আকার আর ডিজাইন প্রায় একইরকম। মনে হয় যেন একই কারিগরের তৈরি সব নৌকা। ভিমরুলির বাজারের সবচেয়ে ব্যস্ত সময় হল দুপর ১২টা থেকে বিকেল ৩টা। এ সময়ে নৌকার সংখ্যা কয়েকশ ছাড়িয়ে যায়।