“পেয়ারা আর শীতলপাটি, এই নিয়ে ঝালকাঠি” – ঝালকাঠি জেলার এই ব্র্যান্ড শ্লোগানকে আরও শক্তিশালী ও অর্থবহ করবার উদ্দেশ্যে জেলা প্রশাসনের উদ্দ্যোগে পেয়ারা ও শীতলপাটির বিভিন্ন পণ্যের অনলাইন বিপণন কার্যক্রম VIMBIZ এর এই প্ল্যাটফর্মটির মাধ্যমে শুরু হয়েছে। দেশের যেকোনো প্রান্ত থেকে যে কেউ এই ওয়েবসাইটের মাধ্যমে পেয়ারা ও শীতলপাটির বিভিন্ন পণ্য ছাড়াও ঝালকাঠি জেলার মৃৎশিল্প, হস্তশিল্প ও গামছা কারিগরদের থেকে সরাসরি তাদের তৈরিকৃত নিজস্ব পণ্য ক্রয় করতে পারবেন। প্রযুক্তির সহায়তায় প্রান্তিক পর্যায় হতে পণ্যের এই সরাসরি বিপণন যেমন উৎপাদক পর্যায়ে ন্যায্যমূল্য প্রাপ্তি নিশ্চিত করবে তেমনি ক্রেতা পাবেন আসল পণ্য পাবার নিশ্চয়তা।”





